বিসমিল্লাহির রাহমানির রাহিম।
প্রিয় শেয়ারহোল্ডারবৃন্দ,
আস্সালামু আলাইকুম ওয়া রাহ্ মাতুল্লাহ।
ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড এর ২৪তম বার্ষিক সাধারণ সভায় সংযুক্ত অদ্যকার সভার সম্মানিত সভাপতি, পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত অতিথিবৃন্দ সবাইকে আন্তরিক অভিনন্দন। আপনাদের সহযোগিতায় সুন্দর ও প্রানবন্ত একটি সভার আয়োজন করতে পারায় আমি মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি। প্রিয় শেয়ারহোল্ডারবৃন্দ আজকের এই বার্ষিক সাধারণ সভায় আপনাদের অংশগ্রহনের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
প্রিয় শেয়ারহোল্ডারবৃন্দ, আপনারা জানেন অত্র কোম্পানী ১৯৯৯ সালে অনুমোদন লাভ করে। আজকে আমরা কোম্পানীর ২৪তম বার্ষিক সাধারণ সভা করছি। আমাদের পরিচালনা পর্ষদের নিরলস প্রচেষ্টায় এবং আপনাদের সকলের অকুণ্ঠ সহযোগিতায় কোম্পানী সফলতার ২৪টি বছর অতিক্রম করেছে। আমি বিশ্বাস করি আপনাদের সমর্থন ও সহযোগিতায় ভবিষ্যতে এ কোম্পানীর ব্যবসায়িক অগ্রগতির পাশাপাশি সার্বিক অগ্রগতি আরো বেগবান হবে। আমাদের সম্মানিত পরিচালকবৃন্দ এ লক্ষ্য নিয়েই নিরলস কাজ করে যাচ্ছেন এবং এ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ব্যবসায়িক পরিকল্পনা নির্ধারণসহ শাখা ব্যবস্থাপক ও ব্যবস্থাপনায় নিয়োজিত সকলকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
আমরা কোম্পানীতে আপনাদের বিনিয়োগ সর্বাধিক গুরুত্বের সাথে বিবেচনা এবং কিভাবে বিনিয়োগের যথাযথ সংরক্ষেণের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা প্রদান করা যায়, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড মোট প্রিমিয়াম আয় করেছে ৬৩৩.২৪ মিলিয়ন টাকা এবং নীট প্রিমিয়াম আয় করেছে ৪৪৫.৪১ মিলিয়ন টাকা। আলোচ্য বর্ষে অবলিখন (আন্ডাররাইটিং) মুনাফা হয়েছে ১৪৩.৮৯ মিলিয়ন টাকা এবং করপূর্ব নীট মুনাফা হয়েছে ১৪৫.৩০ মিলিয়ন টাকা। এছাড়া বীমা দাবী নিষ্পত্তি করা হয়েছে ৬৬.৮২ মিলিয়ন টাকা। ৩১ ডিসেম্বর ২০২৩খ্রি. কোম্পানীর মোট সম্পদ দাঁড়ায় ১৭২৪.৫৫ মিলিয়ন টাকা। প্রিয় শেয়ারহোল্ডার ভাইয়েরা আলোচ্য বর্ষে কোম্পানী আপনাদের জন্য ১৫% নগদ লভ্যাংশ ঘোষনা করেছে। আপনারা জানেন সম্প্রতি বীমা খাতের উন্নয়নে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, আশা করি এ পদক্ষেপের ফলে বীমা খাতের অনেক অগ্রগতি হবে এবং কোম্পানীর মুনাফা অনেকাংশে বৃদ্ধি পাবে। ফলশ্রæতিতে ভবিষ্যতে শেয়ারহোল্ডারদের আরও বেশী লভ্যাংশ দেয়া সম্ভব হবে বলে মনে করি, ইনশাআল্লাহ।
প্রিয় শেয়ারহোল্ডারবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন যে, কোম্পানীর হালনাগাদ ক্রেডিট রেটিং সম্প্রতি M/s. ARGUS Credit Rating Services Ltd. এর মাধ্যমে সম্পন্ন করা হয়েছে, এতে কোম্পানী দীর্ঘ মেয়াদে AAA এবং স্বল্প মেয়াদে ST-1 অর্জন করতে সক্ষম হয়েছে।
অবশেষে, আমি ২৪তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বানিজ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, বীমা বিভাগ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, রেজিষ্ট্রার অব জয়েন স্টক কোম্পানীজ এন্ড ফার্মস, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি, সেন্ট্রাল ডিপোজিটরী অব বাংলাদেশ লিমিটেড, সাধারণ বীমা কর্পোরেশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ব্যাংক সহ সকল বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং কোম্পানীর সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, সম্মানিত বীমাগ্রহীতা, সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগ, ইলেক্ট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিকবৃন্দ ও শুভানুধ্যায়ীসহ কোম্পানীর পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সম্মানিত পরিচালকবৃন্দকে সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও প্রধান কাযালয়ে বিভাগীয় প্রধানগণ, শাখা ব্যবস্থাপক এবং সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে তাঁদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ।
(মোঃ আব্দুল খালেক মিয়া)
মুখ্য নির্বাহী কর্মকর্তা